fbpx

বাংলার সার্ভার এফিলিয়েট প্রোগ্রাম: শর্তাবলী

বাংলার সার্ভার এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। দয়া করে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।

১. যোগ্যতা

বয়স: এফিলিয়েট প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্ট: শুধুমাত্র বৈধ তথ্য প্রদান করে এফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যাবে। একটি ব্যক্তির জন্য একটি মাত্র অ্যাকাউন্ট অনুমোদিত।

২. কমিশন

কমিশনের হার: এফিলিয়েটদের কমিশনের হার নির্ধারিত স্তরের উপর ভিত্তি করে প্রদান করা হবে, যা বাংলার সার্ভারের ওয়েবসাইটে স্পষ্টভাবে বর্ণিত আছে।
রেকারিং কমিশন: নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর, রেকারিং কমিশন প্রদান করা হবে। রেকারিং কমিশন তখনই প্রযোজ্য হবে যখন রেফার করা ক্লায়েন্টরা পুনরায় সার্ভিস গ্রহণ করবে।
উইথড্রাল থ্রেশহোল্ড: কমিশন উইথড্রাল করতে ন্যূনতম ৫০০ টাকা ওয়ালেট এ থাকা আবশ্যক।

৩. পেমেন্ট

পেমেন্ট পদ্ধতি: পেমেন্ট সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্ট বা আপনার UPI ID তে করা হবে। 
পেমেন্টের সময়: কমিশন এর পেমেন্ট উইথড্রাল রিকোয়েস্ট করার ১ ৫  দিনের মধ্যে আপনার একাউন্ট এ কমিশন ট্রান্সফার করা হবে। 

৪. মার্কেটিং ও প্রচারণা

লোগো ব্যবহার: এফিলিয়েটরা   তাদের ওয়েবসাইটের পার্টনার সেকশনে বাংলার সার্ভারের লোগো প্রদর্শন করতে পারেন। 
সোশ্যাল মিডিয়া পোস্ট: এফিলিয়েটদের তাদের সোশ্যাল মিডিয়া একাউন্ট /পেজ /গ্রুপ এ   বাংলার সার্ভারকে পার্টনার হোস্টিং কোম্পানি হিসেবে প্রচার করতে পারেন 
প্রচার পদ্ধতি: শুধুমাত্র নৈতিক এবং বৈধ উপায়ে প্রচারণা চালানো যাবে। স্প্যামিং বা প্রতারণামূলক পদ্ধতির মাধ্যমে রেফারেল আনার চেষ্টা করলে অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

৫. কন্টেন্ট গাইডলাইনস

কনটেন্টের গ্রহণযোগ্যতা: আপনার প্রচারিত কনটেন্টের মধ্যে কোনো ধরনের অবৈধ, অনৈতিক বা আপত্তিকর বিষয় থাকা যাবে না। কপিরাইট লঙ্ঘন বা অন্যের মেধাস্বত্বের উপর আঘাত হানবে এমন কনটেন্ট গ্রহণযোগ্য নয়।
কনটেন্ট অনুমোদন: বাংলার সার্ভারের অনুমোদন ছাড়া কোনো ধরনের অতিরিক্ত দাবি বা কনটেন্ট ব্যবহার করা যাবে না।

৬. রেজিস্ট্রেশন এবং একাউন্ট ম্যানেজমেন্ট

সঠিক তথ্য প্রদান: রেজিস্ট্রেশনের সময় এবং প্রোগ্রাম চলাকালীন সময়ে সঠিক তথ্য প্রদান করতে হবে। কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে একাউন্ট বাতিল হতে পারে।
একাউন্ট নিরাপত্তা: আপনার এফিলিয়েট একাউন্টের নিরাপত্তা বজায় রাখা আপনার দায়িত্ব। তৃতীয় পক্ষের সাথে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড শেয়ার করলে সেই একাউন্ট এর কোনো রকম দায়িত্ব বাংলার সার্ভার নেবে না। 

৭. প্রোগ্রাম বাতিল বা স্থগিত

প্রোগ্রাম পরিবর্তন: বাংলার সার্ভার যে কোনো সময় এফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলী, কমিশনের হার, এবং প্রোগ্রামের অন্যান্য নীতিমালা পরিবর্তন করতে পারে। 
বাতিলকরণ: যদি কোনো এফিলিয়েট শর্তাবলী লঙ্ঘন করে বা বাংলার সার্ভার মনে করে তার একাউন্ট কোনো ভাবে নৈতিক কাজের সাথে যুক্ত  তাহলে তার  এফিলিয়েট অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখে।

৮. দায়িত্ব ও বিধিনিষেধ

বাংলার সার্ভার দায়িত্ব: বাংলার সার্ভার কোনও পরিস্থিতিতেই কোনো প্রকার সরাসরি, পরোক্ষ, বা বিশেষ ক্ষতির জন্য দায়বদ্ধ থাকবে না, এমনকি ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানানো হলেও নয়।
সার্ভিসের অস্থায়ী বিঘ্ন: বাংলার সার্ভার এফিলিয়েট প্রোগ্রামটি প্রযুক্তিগত কারণ বা জরুরি পরিস্থিতিতে অস্থায়ীভাবে বন্ধ করতে পারে।

৯. আইনগত বাধ্যবাধকতা

আইন মেনে চলা: এফিলিয়েটদের অবশ্যই ভারত এবং তাদের নিজস্ব দেশের আইন মেনে চলতে হবে। তার বিরুদ্ধে সেই দেশ বা সেই দেশের শান্তি ও সুরক্ষা রক্ষা সংস্থা কোনো রকম অভিযোগ আনলে তার একাউন্ট বাতিল করা হতে পারে।  বাংলার সার্ভার ভারত সহ সকল দেশের সংবিধান কে সন্মান করে। আমরা কোনো ভাবেই কোনো দেশের সংবিধান কে অমান্য করা কে সমর্থন করি না।  

১ ০ . এফিলিয়েট যোগ্য সার্ভিস

এফিলিয়েট যোগ্য সার্ভিস:  বাংলার সার্ভারের  হোস্টিং প্ল্যান এফিলিয়েট প্রোগ্রামের আওতাভুক্ত। এই প্ল্যানগুলো হলো ‘সৃষ্টি’, ‘প্রগতি’, ‘মহাবীর’, ‘মহারাজা’, ‘প্রবাহ’, ‘অগ্রগতি’, ‘গতি’, এবং ‘শক্তি’। ডোমেইন গুলির ওপর  এফিলিয়েট কমিশন প্রযোজ্য নয়।

বাংলার সার্ভার এফিলিয়েট প্রোগ্রামে  আবেদন করা মানে আপনি এই টার্ম মেনে নিচ্ছেন বলে বিবেচিত হবে।

এটি এখন আপনার এফিলিয়েট প্রোগ্রামের শর্তাবলী হিসেবে পূর্ণাঙ্গ এবং প্রযোজ্য। যদি আরো কিছু পরিবর্তন বা সংযোজন প্রয়োজন হয়, জানাতে পারেন।

বাংলার নিজের সার্ভার , বাংলার সার্ভার

আমাদের হোস্টিং ৭ দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে চাইলে নিচের ফর্ম টি পূরণ করুন